ইনসাইড গ্রাউন্ড

অর্ধেক ফুসফুস নিয়েই ছুটে চলছেন ব্রড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/08/2020


Thumbnail

ক’দিন আগেই মাত্র দ্বিতীয় ইংলিশ বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার মাইলফলক স্থাপন করেছেন। ১৪ বছর যাবত বল হাতে ঝড় তুলে যাচ্ছেন ২২ গজে। ৩৪ বছর বয়সী স্টুয়ার্ট ব্রডের সামনে সমূহ সুযোগ রয়েছে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শেরও। তবে এই পেসার সম্পর্কে একটা তথ্য অনেকেই জানেন না। তা হচ্ছে- মাত্র অর্ধেক ফুসফুস নিয়েই ছুটে চলছেন ব্রড। এরজন্যে তাঁকে নিয়মিত সঙ্গে রাখতে হয় ইনহেলার।

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে নিজের চতুর্থ ওভার বোলিং করার সময়েই ইনহেলার নেওয়ার জন্য ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে মাঠের বাইরে থেকে ইনহেলার আনার আগেই তিনি আবার খেলা শুরু করে দেন। পরে ঠিকই ইনহেলার নিয়েছিলেন ব্রড। কারণ তিনি অ্যাজমার সমস্যায় ভোগেন। ব্রডের অ্যাজমার সমস্যা নতুন নয়। জন্ম থেকেই এটা বয়ে নিয়ে বেড়াচ্ছেন তিনি। জন্মের নির্ধারিত সময়ের তিন মাস আগেই পৃথিবীতে এসেছিলেন ব্রড। সেটা আঘাত করে তার ফুসফুসে। ব্রডের ফুসফুসের অর্ধেক অংশ কখনোই কাজ করেনি। ফলে অ্যাজমার সমস্যা তার।

২০১৫ সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য ডেইলি মেইলে’ ব্রড বলেছেন, ‘এক রাতে আমাদের বলা হয়েছিল নিজের সম্পর্কে এমন একটি তথ্য জানাতে যা দলের অন্য কেউ জানে না। তখন আমি সতীর্থদের বেশ চমকে দিয়েছিলাম। আমি যখন বললাম আমার ফুসফুসের অর্ধেক অংশ কাজ করে না কারণ আমি নির্ধারিত সময়ের তিন মাস আগেই জন্মগ্রহণ করেছিলাম তখন ওরা চমকে গিয়েছিল।’

ব্রড আরও বলেন, ‘জন্মের সময়ে আমি খুবই অসুস্থ ছিলাম; প্রায় মৃত্যুর কাছাকাছি। আমার একটি ফুসফুস আর কখনোই ভালো হয়নি। এইজন্য আমার অ্যাজমার সমস্যা এবং ইনহেলার ব্যবহার করতে হয়। কিন্তু আমার ক্রিকেটীয় জীবনে এটি কোনো প্রভাব ফেলেনি। আপনি যখন ভাববেন একজন ব্যক্তি অর্ধেক ফুসফুস ছাড়াই ক্রিকেট খেলছেন সেটা আপনাকে অবাক করে দিবে।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭