ইনসাইড বাংলাদেশ

জাদুকাঁটার নৌপথে ভারতীয় কাঠের চালান আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/08/2020


Thumbnail

সুনামগঞ্জের সীমান্ত নদী জাদুকাটার নৌ পথে ভারত হতে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা একটি চোরাই গোল কাঠের চালান আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধায় ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম বলেন, জব্দ তালিকা শেষে চোরাই কাঠের ড়–লো বন বিভঅগ সুনামগঞ্জ’র নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, ওপার এপারের একদল সংঘবদ্ধ চোরাকারবারী গোপন সমঝোতার ভিওিত্বে তাহিরপুরের সীমান্তনদী জাদুকাঁটার নৌ পথ ব্যবহার করে বিজিবির নজড় এড়িয়ে ভারতীয় একটি গোল কাঠের চালান ভাসিয়ে নিয়ে আসে। 
এরপর বিজিবির নিজস্ব গোয়েন্দা সুত্রেপ্রাপ্ত তথ্যের ভিওিত্বে ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে খরস্রোতা জাদুকাটা হতে বৃহস্পতিবার রাতে ওই কাঠের চালানটি আটক করা হয়। 
ওই কাঠের চালানটিতে প্রায় ৬১.৬২ ঘনফুট ভারতীয় গোল কাঠ রয়েছে। যার সরকারি মুল্য প্রায় ২ লাখ ৪৭ হাজার টাকা। 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭