ইনসাইড গ্রাউন্ড

শ্রীলঙ্কাতেই হবে সাকিবের প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/08/2020


Thumbnail

সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ, অক্টোবরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে সাকিব আল হাসানের। তবে কি শ্রীলঙ্কাতেই মাঠে ফিরবেন দেশসেরা অলরাউন্ডার? প্রশ্নটা ঘুরছিল ক্রিকেট পাড়ায়। সেই প্রশ্নের উত্তর এবার পাওয়া গেল। সব ঠিকঠাক থাকলে লঙ্কা দ্বীপেই প্রত্যাবর্তন ঘটবে সাকিবের। শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘সাকিবের সঙ্গে কি কথা হলো এটা বলবো না। শুধু এটা বলবো, সাকিবের নিষেধাজ্ঞা যখনই, যেদিন উঠে যাবে তারপরেই সে আমাদের সাথে খেলতে পারবে। সে যখন মুক্ত হবে তখন থেকেই সে খেলতে পারবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা অধীর আগ্রহে বসে আছি সে কবে আসবে। কিন্তু এটার সঙ্গে তার ফিটনেস এবং অন্য জিনিসগুলো অন্যগুলোও জড়িত।’

নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত বিসিবি কোনো সুবিধা ভোগ করার সুযোগ নেই। এমনকি এই সময়ে বিসিবির অবকাঠামো ব্যবহার করে অনুশীলনও করতে পারবেন না সাকিব। তাই তাঁকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া সুযোগ নেই বিসিবি। তবে সাকিবকে আলাদা করে শ্রীলঙ্কায় অনুশীলন করার সুযোগ করে দেয়ার কথাও ভাবছে বিসিবি।

পাপন বলেন, ‘তাঁর প্রস্তুতিরও একটা ব্যাপার আছে। সেজন্য সে তাঁর মতো করে অনুশীলন করবে। নিষেধাজ্ঞার কারণে সে আমাদের কারো সঙ্গে অনুশীলন করতে পারবে না। এই মাসের শেষেই সে দেশে চলে আসবে, অনুশীলন করবে এবং আশা করছি সে ফিট থাকবে। যেহেতু আমাদের সঙ্গে ২৯ অক্টোবরের আগে যোগ দিতে পারবে না সেক্ষেত্রে আমরা চাইছি সাকিবকে আলাদাভাবে আগে থেকেই শ্রীলঙ্কায় অনুশীলনের সুযোগ করিয়ে দিতে।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭