ইনসাইড গ্রাউন্ড

ঘরোয়া ক্রিকেট ফেরানোর ক্ষেত্রে পাপনের দুই শর্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/08/2020


Thumbnail

৬ মাসের বেশি সময় ধরে বন্ধ দেশের সকল ধরণের ক্রিকেট। প্রথম সারির ক্রিকেটাররা এই স্থবিরতায় মানিয়ে নিলেও ঘরোয়া ক্রিকেটারদের অবস্থা দিনদিন শোচনীয় হচ্ছে। এমন অবস্থায় ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোটা জরুরী হয়ে দাঁড়িয়েছে। তবে দুই শর্ত ছাড়া ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরার কোন সম্ভাবনা আপাতত দেখছে না দেশের ক্রিকেট নীতিনির্ধারকরা। শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ঘরোয়া ক্রিকেট শুরু করার ক্ষেত্রে দুটি বিষয় ঘটা প্রয়োজন বলে মনে করেন বিসিবি বস। এই বিষয়ে পাপন বলেন, ‘আমার জানামতে দুইটা বিষয় হলে লিগ শুরু হতে পারে। এক, আমাদের এখানে করোনা পরিস্থিতি যদি উন্নতি হয়। আর দুই, যদি ভ্যাকসিন আসে। এই দুইটা ছাড়া লিগ শুরু করার কোনও যৌক্তিকতা আমি দেখি না।’

অতি উৎসাহী হয়ে বিপদ ডেকে আনার কোন কারণ দেখেন না বিসিবি বস। তিনি বলেন, ‘কিছু কিছু দেশ ক্রিকেট ফেরানোর চেষ্টা করছে। কিন্তু এখন তো ইংল্যান্ড ছাড়া কোথাও খেলা হচ্ছে না। তো আমরা এখানে সাহস দেখাতে গিয়ে বিপদ ডেকে আনাটা কোনও যৌক্তিক ব্যাখ্যা হতে পারে না। তো এখানে করোনা পরিস্থিতির উন্নতি হতে হবে অথবা ভ্যাকসিন বের হতে হবে। সেজন্য আমরা অপেক্ষা করছি।’

সেপ্টেম্বরের শেষদিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। একই সময়ে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশের এইচপি দল। ওই সময়ে কোনোভাবে প্রিমিয়ার লিগ আয়োজন করা হলেও অধিকাংশ ক্রিকেটারকে পাবে না সংশ্লিষ্ট ক্লাবগুলো। তাই এই বছরে ঘরোয়া ক্রিকেট শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ বলেই সম্ভাবনা দেখা দিয়েছে।

 বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭