ইনসাইড বাংলাদেশ

‘জিয়াও এই বিএনপি করতেন না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/08/2017


Thumbnail

জিয়াউর রহমানের হাত ধরে তাঁর রাজনীতিতে আসা। ৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি রাজনীতির পাদপ্রদীপে আসেন। আবদুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি করার অন্যতম প্রস্তাবক তিনি। রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হলেও তাঁকে বিএনপির অন্যতম নীতি নির্ধারক মনে করা হতো। বেগম জিয়ার বাড়িতে ছিল তাঁর অবাধ যাতায়াত। কিন্তু ২০০১ সাল থেকে বেগম জিয়া পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কটা হালকা হয়ে যায়। ওয়ান- ইলেভেনের সময় তিনি বিএপিতে গণতন্ত্রের কথা বলেন। এখন তিনি বিএনপির সঙ্গে আছেন কি নেই, এও এক প্রশ্ন। শহীদুল হক জামাল। বিএনপি নেতা বরিশাল অঞ্চলে তুমুল জনপ্রিয়। শোকের মাস আগস্টে ধারাবাহিক সাক্ষাৎকার পাঠের এবারের অতিথি এই সাবেক সংসদ সদস্য।

শহীদুল হক জামাল মনে করেন, ‘বঙ্গবন্ধুকে স্বীকার না করা, বিএনপির রাজনীতির একটি বড় ভুল। বিএনপিকে এই ভুলের মাশুল দিতে হবে। ‍তিনি বলেন ‘১৫ আগস্ট বেগম জিয়ার জন্মদিন পালন একটা গর্হিত এবং অরুচিকর কাজ। আমি ম্যাডামকে বহুবার বলেছি এটা না করার জন্য। এর ফলে বিএনপির ভাবমূর্তি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। শহীদুল হক জামাল মনে করেন, ‘বিএনপি যদি ১৫ আগস্ট শোক পালন করত তাহলে দল হিসেবে বিএনপি আরও জনপ্রিয় হতো। ’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই নেতা মনে করেন ‘বিএনপি ভুলের চোরাবলিতে আটকে আছে। ২০১৪ র নির্বাচনে না যাওয়াটা ছিল বিএনপির জন্য একটা বড় ভুল। এরপর থেকে একের পর এক ভুল করেই যাচ্ছে দলটি। এ প্রসঙ্গে উদহারণ দিতে গিয়ে তিনি ঢাকার দুটি সিটির নির্বাচনের প্রসঙ্গ তোলেন, তাঁর মতে ‘ ‍নির্বাচনের মাঝপথে নির্বাচন থেকে সরে যাওয়া ছিল আত্মঘাতী সিদ্ধান্ত।

কেন এভাবে একের পর এক ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রশ্নের উত্তরে জামাল বলেন ‘নেতৃত্বের ব্যর্থতা।’। ম্যাডাম আর তারেক সাহেব ছাড়া কেউ জানেনা কী হচ্ছে বিএনপিতে। দলের সিনিয়র নেতাদের মতামত নেওয়া হয়না। জিয়াউর রহমান বেঁচে থাকলে, তিনি এই বিএনপি করতেন না। বিএনপির চিন্তাভাবনাগুলো বাণিজ্যিক হিসেবে তিনি মনে করেন। তাঁর মতে ‘বিএনপি এখন রাজনৈতিক দল হবার চেয়ে বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতার চেয়ে বেশি দেখা হয়, কে কত দিতে পারবে। তিনি বলেন শুধু মনোনয়ন কেন, বিএনপি যে কমিটি হলো গতবছর সেখানে অনেকেই টাকা দিয়ে পদ কিনেছেন। এমন অনেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন যাদের খোদ বেগম জিয়াই চেনেন না। এরা কী করবে দলের জন্য?

ভবিষ্যত রাজনীতি প্রসঙ্গে শহীদুল হক জামাল বলেন, ‘আগামী নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে দল হিসাবে অস্তীত্বের সংকট পরবে। তার ধারণা ‘বেগম জিয়া নির্বাচনে অংশগ্রহণ না করলেও সিংহভাগ বিএনপির নেতা কর্মীরা নির্বাচনের পক্ষে অবস্থান নেবে।’

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭