ইনসাইড গ্রাউন্ড

আফগানদের স্বপ্ন এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/09/2020


Thumbnail

ক্রিকেটে খুব অল্প সময়ে অনেক উন্নতি করা ক্রিকেট খেলুড়ে দেশ হচ্ছে আফগানিস্তান। নানা সঙ্কট-সীমাবদ্ধতা সত্ত্বেও যুদ্ধবিধ্বস্ত এই দেশটি নিজেদের ক্রিকেটীয় প্রতিভা দিয়ে দিনদিন মুগ্ধ করেই চলেছে ক্রিকেট বিশ্বকে। আগে আফগানিস্তানের স্বপ্ন ছিল টেস্ট মর্যাদা পাওয়া, সেটা পাওয়া হয়ে গেছে। গত বছর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের মাঠে বাংলাদেশকে হারিয়েই চমক দিয়েছে।

এছাড়া নিজেদের প্রথম চারটি টেস্ট খেলে দুটি জিতে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটেও নিজেদের প্রমাণ করেছে আফগানরা। এখন তাঁদের স্বপ্নের পরিধিটা গিয়ে ঠেকেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ছোট ফরম্যাটের এই বিশ্বকাপ ঘরে তোলার লক্ষ্যই এখন ঠিক করেছেন তারা। দলটির সবথেকে বড় তারকা এবং বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম ভয়ঙ্কর লেগ স্পিনার রশিদ খান জানিয়েছেন এমন কথাই।

তিনি বলেন, ‘আমি মনে করি এখন দলের সবচেয়ে বড় অর্জন হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা। ওই শিরোপার দিকেই আমরা তাকিয়ে আছি। আমাদের দেশের জনগণ এখন ওই শিরোপার স্বপ্ন দেখে। কারণ আমাদের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার মতো দক্ষতা আছে, প্রতিভা আছে। আমাদের হাতে ভালো স্পিনার আছে, পেসার আছে। দক্ষ ব্যাটসম্যান আছে। শুধু আমাদের অভাব হলো বড় দলের বিপক্ষে পরীক্ষা দেওয়া। আমরা বড় দলের বিপক্ষে খেলার খুব বেশি সুযোগ পায় না।’

এই লেগ স্পিনার আরও বলেন, ‘আমার, আমাদের দলের এবং দেশের মানুষের স্বপ্ন হলো আমরা একদিন বিশ্বকাপ জিতবো। সেটাই হবে দেশের এবং আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন। ইনশাআল্লাহ। আমরা যদি নিয়মিত বড় দলের বিপক্ষে খেলার আরও বেশি সুযোগ পাই তাহলে অভিজ্ঞ হয়ে উঠবো। কারণ আমরা এরই মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটারের জন্য বিখ্যাত দল হয়ে উঠেছি।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭