ইনসাইড বাংলাদেশ

পুরনো ছন্দে ফিরলো ট্রেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/09/2020


Thumbnail

ট্রেনের কোনো আসনই আর ফাঁকা থাকছে না। সব আসনে যাত্রী নিয়েই চলছে ট্রেন। আজ বুধবার সকাল থেকেই পুরনো নিয়মে ফিরতে শুরু করেছে ট্রেন। 

এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

প্রসঙ্গত যে, করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হবে। আজ থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে ২১৮টি ট্রেন চলবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭