ইনসাইড বাংলাদেশ

ডিআইজি মিজান ও বাছিরের বিরুদ্ধে দুজনের সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/09/2020


Thumbnail

 

ঘুষ গ্রহণের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির এবং পুলিশের বরখাস্ত হওয়া উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে দুজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

আগামী ৭ অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণের জন্য শুনানির নতুন দিন ঠিক করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। দুই সাক্ষী হলেন দুদকের উচ্চমান সহকারী জিল্লুর রহমান ও প্রধান সহকারী এ এস এম আবু জাফর বিশ্বাস। এর আগে আসামি খন্দকার এনামুল বাছির ও ডিআইজি মিজানুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

উল্লেখ্য, গত ১৮ মার্চ খন্দকার এনামুল বাছির ও মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ঘুষ লেনদেনের মামলায় গত ১৯ জানুয়ারি ডিআইজি মিজানুর রহমান এবং দুদকের পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭