ইনসাইড বাংলাদেশ

গ্যাসের লিকেজ থেকেই আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2020


Thumbnail

 

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গঠিত তিতাস গ্যাস কর্তৃপক্ষের তদন্ত কমিটি আজ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে সচিবালয়ে বিকেল ৩টায় কমিটি প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন।

তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, মসজিদে গ্যাসের লিকেজ ছিল। যখন সেখানে সুইচ অন করা হয়, তখন বিস্ফোরণের ঘটনা ঘটে। লিকেজের গ্যাস থেকে আগুন ধরে যায়, এই দুর্ঘটনা ঘটে। তারা বলেছে, মসজিদের যে বিদ্যুৎ সেই বিদ্যুৎ সংযোগও ছিল অবৈধ। গ্যাস সংক্রান্ত বিষয়ে মসজিদ কর্তৃপক্ষ অনুমতিও নেয়নি। আর এইজন্য এই দুর্ঘটনা ঘটেছে। সেইসাথে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা যায়।  

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মসজিদের ভেতরে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এদের মধ্যে ৩১ জন মারা গেছেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭