ইনসাইড বাংলাদেশ

আজ শুভ মহালয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2020


Thumbnail

 

আজ শুভ মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্ন শুরু হল আজ।

প্রতিবছরের মত এ বছরও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু করা হল দেবী দুর্গার বন্দনা। এ উপলক্ষে আজ ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। সারাদেশের মন্দির আর পূজামণ্ডপগুলোতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আহ্বা্নকে মহালয়া হিসেবে সকলের কাছে পরিচিত। মহালয়া থেকে দুর্গাপূজার আগাম ধ্বনি শুনতে পাওয়া গেলেও এবার ৬ দিন পরে অনুষ্ঠিত হবে পূজা। 

২২ অক্টোবর বুধবার থেকে শুরু হবে দুর্গাপূজা । আশ্বিন মাসকে অশুভ বিবেচনা করায় এ বছর মহালয়ার ১ মাস ৫ দিন পর শুরু হবে দুর্গাপূজা। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭