ইনসাইড বাংলাদেশ

উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2020


Thumbnail

 

অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড অপসারণে উচ্ছেদ অভিযান চলছে রাজধানীর উত্তর সিটি করপোরেশনে। ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করছে। রাজধানীর গুলশান ও বারিধারা এলাকায় এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান পরিদর্শন করেছেন মেয়র আতিকুল ইসলাম।

উচ্ছেদ অভিযান সম্পর্কে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, উচ্ছেদ অভিযান নিয়ে হয়রানীর কিছু না। ব্যবসায়ীরা ব্যবসা করছে তারা ট্যাক্স দিচ্ছে না। এখন গুলশান বারিধারা দিয়ে শুরু হলেও, পরবর্তীতে মিরপুর এবং মোহাম্মদপুরেও আমরা যাব। এখানে জনবলের একটা বিষয় আছে। পর্যায়ক্রমে সবখানে যাওয়া হবে।

এর আগে উচ্ছেদ অভিযান কোন প্রভাবশালী কোম্পানিও রেহাই পাবেন না বলে জানান এই নগরপিতা। আতিক বলেন, পহেলা অক্টোবর থেকে ডিএনসিসি থেকে ঝুলন্ত তার অপসারণ শুরু করা হবে। কোনভাবেই রাজধানীর সৌন্দর্য নষ্ট করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মেয়র আতিকুল ইসলাম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭