ইনসাইড বাংলাদেশ

‘দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলতে চায় সরকার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2020


Thumbnail

 

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-(২০২০-২১) সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মন্ত্রনালয়কে শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব পরিকল্পনা করে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের নির্দেশ দেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় গণভবনে আয়েজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-(২০২০-২১) সই অনুষ্ঠানে এই নির্দেশনা দেন। সেইসাথে প্রধানমন্ত্রী প্রত্যেক স্তরের মানুষকে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার নির্দেশ দেন।

তিনি বলেন,‘দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলতে চায় সরকার এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়’। সেই সাথে তিনি আশ্বাস দেন, একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবেনা। আগামী বছরের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ ব্যবস্থা করা হবে এবং করোনায় কাজহীন মানুষকে কাজ দেয়ার ব্যবস্থা করা হবে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭