ইনসাইড বাংলাদেশ

পিলখানায় চলছে বিজিবি-বিএসএফ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2020


Thumbnail

 

রাজধানী ঢাকায় বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে। ৪ দিনব্যাপী এ বৈঠক আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে পিলখানা বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। চারদিন ব্যাপী এই সম্মেলনে যোগদানের জন্য ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক রাকেশ আস্তানার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল বুধবার (১৬ সেপ্টেম্বর) পিলখানা বিজিবি সদর দফতরে এসে পৌঁছান।

বিভিন্ন সূত্রে জানা যায়, বৈঠকটিতে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার বিষয়টি প্রাধান্য পাবে। তাছাড়া, অস্ত্র ও মাদক পাচার বন্ধের বিষয়টিও প্রাধান্য পাবে বলে জানা যায়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন কর্মকর্তা জানান, সীমান্ত হত্যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এ বছর আগস্ট পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তে ৩৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়াও বৈঠকে অবৈধ অস্ত্র, মাদক এবং মানবপাচার বন্ধের বিষয়েও আলোচনা হবে। উভয় দেশের সীমান্ত ব্যবস্থাপনা আরও উন্নয়নের জন্য বৈঠকে আলোচনা হবে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭