ওয়ার্ল্ড ইনসাইড

বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার হতে আরও পাঁচ বছর লাগবে


প্রকাশ: 17/09/2020


Thumbnail

 

করোনাভাইরাসে বিপর্যস্ত বৈশ্বিক অর্থনীতির সংকট কাটাতে এবং বিশ্বব্যাপী অর্থনীতি পুনরুদ্ধার হতে আরও পাঁচ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কারম্যান রেইনহার্ট।

রয়টার্সের সূত্র অনুযায়ী, আজ বৃহস্পতিবার রেনহার্ট মাদ্রিদে আয়োজিত একটি সম্মেলনে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, লকডাউনগুলি শিথিল হওয়ায় সম্ভবত অর্থনীতি দ্রুত প্রত্যাবর্তন হবে, তবে পুরো পুনরুদ্ধারে আরও পাঁচ বছর সময় লাগবে।

রেইনহার্ট বলেন, মহামারীজনিত মন্দা অন্যান্য দেশের তুলনায় বেশ কয়েকটি দেশে দীর্ঘকাল স্থায়ী থাকবে এবং বৈষম্যকে আরও বাড়িয়ে তুলবে। ধনী দেশগুলির চেয়ে দরিদ্রতম দেশগুলি আরও বেশি ক্ষতিগ্রস্থ হবে।

তিনি আরও বলেন, বিগত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো, বিশ্বব্যাপী দারিদ্র্যের হার করোনা সঙ্কটের পরে বৃদ্ধি পাবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭