ইনসাইড বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রামে টিসিবির পিঁয়াজ বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2020


Thumbnail

 

পেঁয়াজের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে শুক্র-শনিবারসহ সপ্তাহে ৭ দিনই কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে ট্রাকের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন টিসিবি`র মুখপাত্র হুমায়ুন কবির।

টিসিবির পণ্য বিক্রির ট্রাকে ৩০ টাকা দামে পেঁয়াজ বিক্রি করা হবে। এতে নিম্ন আয়ের মানুষের মাঝে আগ্রহ দেখা দিয়েছে।
টিসিবি ভ্রাম্যমাণ ট্রাক থেকে সাশ্রয়ী দামে পণ্য কিনতে আসদের মধ্যে নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশি।  এসব সারিতে রয়েছে রিকশাচালক, গৃহিণী, তৈরি পোশাক কারখানার শ্রমিক, গৃহকর্মী। টিসিবির পণ্যের গাড়ি আসার আগেই কেউ কেউ সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন। তাই ট্রাকের সংখ্যা বৃদ্ধি করা হলে এসব মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।

এদিকে, একদিন না যেতেই পাইকারি পর্যায়ে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কারওয়ান বাজারে আড়তগুলোতে প্রতিকেজি দেশি পেঁয়াজ ১০-১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৭-৬০ টাকায়। তবে টিসিবির পণ্য বিক্রির ট্রাকে পেঁয়াজের দাম ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষের মাঝে আগ্রহ দেখা দিয়েছে।

বর্তমানে টিসিবি ঢাকায় ৪০টি ট্রাকে ও চট্টগ্রামে ১০টি ট্রাকে পণ্য বিক্রি করে আসছে। ট্রাকের সংখ্যা দ্বিগুণ করা হলে ঢাকায় ৮০টি এবং চট্টগ্রামে ২০টি ট্রাকে পণ্য বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭