ওয়ার্ল্ড ইনসাইড

ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করায় কলিবফের হুঁশিয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2020


Thumbnail

 

ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ বলেছেন, আরব বিশ্বাসঘাতকরা ফিলিস্তিনিদের জন্য আরেকটি নাকাবা দিবসের জন্ম দিয়েছে। ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করায় বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের কঠোর সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

বাকের কলিবফ বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে এসব আরব দেশ দখলদার ইসরায়েলের অপরাধযজ্ঞে সহযোগিতা করছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, আল্লাহ ও মুসলমানদের শত্রুর সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ানোর ফলে আরব রাষ্ট্রগুলো অপমান ও দুর্দশা ছাড়া কিছুই পাবে না। তিনি আরব দেশগুলোকে এ ধরনের কর্মকাণ্ডের পরিণতির ভোগের ব্যাপারেও হুঁশিয়ার করে দেন।

কলিবফ বলেন, কয়েক বছর ধরে আঞ্চলিক কয়েকটি সরকার  ইসরায়েলি সরকারের রক্তমাখা হাতে চুমু খাচ্ছে এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের মুখে আঁচড় কাটছে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭