ওয়ার্ল্ড ইনসাইড

চীনে এবার ব্যাকটেরিয়ার সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2020


Thumbnail

 

করোনার প্রথম চিহ্ন পাওয়া যায় চীনের উহানে। আমেরিকাসহ বিশ্বের বহু দেশই ইঙ্গিত করেছে চীনেই করোনা ভাইরাসের জন্ম। এবার করোনার পর এক ব্যাকটেরিয়ার সন্ধান মিলল চীনে। এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। ব্রুসেওলোসিস নামের এই ব্যাকটেরিয়ায় সংক্রমণেই চীনে নতুন আতঙ্ক দেখা দিয়েছে। বন্ধ্যাত্ব ঘিরেও ওই ব্যাকটেরিয়া নতুন উদ্বেগ তৈরি করছে। চীনের গানসু প্রভিন্সে দেখা গেছে, ৩২৪৫ জন মানুষ এই ব্যাকটেরিয়া আক্রান্ত। মেডিকেল রিপোর্ট বলছে, এই আক্রমণের অন্যতম সাইড এফেক্ট বন্ধ্যাত্ব।

রোগের উপসর্গ কী কী? জানা যাচ্ছে, করোনার মতোও এই নতুন ব্যাকটেরিয়ায় আক্রমণ শরীরে হলে, প্রথমেই জ্বর দেখা যাবে। তার সঙ্গে গায়ে ব্যথা মাথার যন্ত্রণা থাকবে। এরসঙ্গে নতুন কিছু উপসর্গ দেখা দিতে থাকবে, যা অনেক ক্ষেত্রেই শরীর থেকে বিদায় নিতে চাইবে না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭