ইয়ুথ থট

কোভিড -১৯ এ গড়ে ওঠা পারিবারিক বন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2020


Thumbnail

বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিপর্যায়ের নাম হলো কোভিড ১৯ বা করোনা ভাইরাস। এই ভাইরাসটি একদিকে অনেক মানুষের জীবন যেমন কষ্টকর করে তুলেছে।  অপরদিকে  অনেক মানুষকে পারিবারিক বন্ধনে করেছে আবদ্ধ। যা এই লকডাউনের পূর্বে ছিল অনেকটা ঢিলে ঢালা গোছের। কোভিড ১৯ হওয়ায় লকডাউনে পুরোটা সময় জুড়ে আমরা আমাদের পরিবারের মানুষদের কাছেই ছিলাম। যার ফলে আমাদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় ও শক্তিশালী হয়ে  উঠেছে। স্কুল -কলেজ ও অফিস ইত্যাদি বিভিন্ন কাজকর্ম নিয়ে আমরা পরিবারের সবাই সারাদিন ব্যস্ত থাকি। আমরা ঘরের সবাইকে সময় দিতে পারি না ঠিকমত । অনেক সময়তো দেখা যায় যে,পরিবারের একজন সদস্য ঘরে থাকলে আরেকজন থাকেনা বা সে বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এই কোভিড -১৯ এ  আমরা অধিক সময় পরিবারের  সাথে  কাটিয়েছি। উদাহরণস্বরূপ  একটি মেয়ের কথা বলতে পারি। মেয়েটি স্কুলে  পড়ে এবং তার বড় ভাই চাকরি করে। মেয়েটি  তার বাবা-মা, বোন সবার সাথে সময় কাটাতে পারলেও বড় ভাইয়ের সাথে পারে না। কারণ যখন মেয়েটি    স্কুলে যেত তখন তার ভাই ঘুমাত। আবার মেয়েটি  স্কুল  থেকে বাসায় ফিরলে তখন তার ভাই থাকত চাকরীতে । রাতে মেয়েটি ঘুমিয়ে  পড়ত তার ভাই চাকরি থেকে ফেরার আগেই । যার ফলে তাদের মধ্যে কথাবার্তা হত খুবই কম । কিন্তু এই কোভিড -১৯ এর ফলে তারা দীর্ঘ সময় ধরে  একজন আরেকজনের সাথে গল্প  করতে পারছে, অধিক সময় দিতে পারছে। লকডাউনে  পরিবারের  সবাই মিলে গল্প করা, ঘরের বিভিন্ন  কাজকর্মে একজন আরেকজনকে সাহায্য  করা, বাবা-মা থেকে বিভিন্ন  ইতিহাস  জানা ইত্যাদির মাধ্যমে আমাদের পারিবারিক বন্ধন হয়েছে আরও সুদৃঢ় । কথায় আছে,   সব খারাপ  দিকের মধ্যে একটি হলেও ভালো দিক থাকে। তাই এই কোভিড -১৯ শারীরিক, মানসিক   অর্থনৈতিকভাবে সবার জীবন কষ্টকর  ও দুর্বল করে তুললেও সবাইকে পারিবারিক  বন্ধনে   আবদ্ধ করতে পেরেছে অনেকাংশে।  

নাম: সানজানা আফরিন ( তাসিন)

স্কুল :কাজেম আলী স্কুল এন্ড কলেজ

বয়স: ১৪+

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭