ওয়ার্ল্ড ইনসাইড

টিকেটের দাবিতে সৌদি প্রবাসীদের রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/09/2020


Thumbnail

 

সৌদি এয়ারলাইনসের টিকেটের দাবিতে আজ সকালে কাওরান বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন প্রবাসীরা।

এতে ফার্মগেট – শাহাবাগ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল টিকেটের জন্য সৌদি এয়ারলাইনসের অফিসের সামনে গিয়ে হাজারো প্রবাসী শ্রমিক ভিড় জমান  ।

টিকেট না পেয়ে সকাল থেকে কাওরানবাজারের হোটেল সোনারগাঁওয়ে অবস্থিত সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এসব প্রবাসী। ফ্লাইট চালুর জন্য দাবি জানিয়ে স্লোগান দেয়।

গতকাল বিকেল পর্যন্ত সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে বিদেশগামী এসব প্রবাসীদের অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।

এর আগে সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষের পক্ষ থেকে হ্যান্ডমাইক দিয়ে ঘোষণা করতে দেখা গেছে, ‘এখানে ভিড় করে কোনো লাভ নেই। আপনারা চলে যান। অনুমতি না ফেলে আমরা ফ্লাইট পরিচালনা করতে পারব না।’

জানা যায়, চলতি মাসের ২৩ ও ২৭ তারিখ ঢাকা থেকে সৌদি আরবে সৌদি এয়ারলাইনসের দুটি ফ্লাইট যাওয়ার কথা জানায় এয়ারলাইনসটি। ফলে ফের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য সৌদি এয়ারলাইনস ও এজেন্সিগুলোর শরণাপন্ন হয় প্রবাসী শ্রমিকরা। কিন্তু গতকাল ২০ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ থেকে সৌদি এয়ারলাইনসের সব ফ্লাইট বাতিল হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে কাজে ফিরে যেতে পারবেন কি না তা নিয়ে আতঙ্কিত হয়ে ওঠে প্রবাসীরা।

 
 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭