ইনসাইড বাংলাদেশ

এবার আসছে পৌনে ছয় লাখ টন পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/09/2020


Thumbnail

 

পেঁয়াজ নিয়ে নাটকীয়তার যেন শেষ নেই। গত সেপ্টেম্বরের মতো চলতি মাসেও অনেকটা অস্থিতিশীল হয়ে উঠেছিলো পেঁয়াজের বাজার। কিন্তু এবার আর আগের বারের মতো সংকট তৈরি হয়নি।

কিন্তু পেঁয়াজ নিয়ে এবার এলো নতুন সুসংবাদ। ভারতের বিকল্প দেশগুলো থেকে পৌনে ছয় লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন ব্যবসায়ীরা।

চলতি মাসে প্রথম ২০ দিনে এসব পেঁয়াজ আমদানির অনুমতি নেন তাঁরা। জানা যায়, এত কম সময়ে বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি সংগ্রহে, এটি একটি রেকর্ড। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অন্তত তাই মনে করছেন।  

জানা যায়, আগামী মাসের শুরু থেকে এসব পেঁয়াজ চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি শুরু হওয়ার কথা রয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭