টেক ইনসাইড

পৃথিবীর খুব কাছে আসছে একটি গ্রহাণু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2020


Thumbnail

 

পৃথিবীর খুব কাছ দিয়ে আজ বৃহস্পতিবার উড়ে যাবে একটি গ্রহাণু। আকারে বাসের সমান ‘২০২০ এসডব্লিউ’ নামের গ্রহাণুটি ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষকেরা আবিষ্কার করেন।

গবেষকেরা বলছেন, গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা নেই। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, গ্রহাণুটি পৃথিবী থেকে ১৩ হাজার মাইল দূর দিয়ে অতিক্রম করবে। এ দূরত্ব অবশ্য আবহাওয়া উপগ্রহের কক্ষপথের বেশ নিচে। এ ধরনের উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২২ হাজার মাইল ওপরে অবস্থিত।

গবেষকেরা বলছেন, আজ বৃহস্পতিবার ইউরোপের সময় সকাল ৭টা ১২ মিনিটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ওপর দিয়ে গ্রহাণুটি অতিক্রম করবে। আর্থস্কাই ডটওআরজির তথ্য অনুযায়ী, গ্রহাণুটি পৃথিবীর এত কাছ দিয়ে যাবে যে তাতে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে এর গতিপথ বদলে যাবে, বলে জানা যায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭