ইনসাইড আর্টিকেল

ছুটির দিনে বই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2020


Thumbnail

"যে সকল বাঙালি লিখিতে এবং পড়িতে শিখিয়াছেন অথচ এই বই পাঠ করেন নাই তাহাদের জন্য আমার করুনা হয় "।
--- আচার্য যদুনাথ সরকার ।

অধ্যাপক নীহাররন্জন রায়  বইটির  উৎসর্গ
পত্রে অনেক কথা বলিয়াছেন, তবে যে বাক্যটি
আমাকে নাড়া দিয়াছে  ---

" যাঁহাদের চর্যা ও মননের ফলে বাঙলাদেশ ও
বাঙালী জাতি আমার চিত্তের নিকটতর 
হইয়াছে "।

৭৮৬ পৃষ্ঠার বৃহদাকার এমন গ্রন্হ পাঠ করার মত বাঙালি পাঠকের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে বলে অনেকই মনে করেন।

কাজেই স্যার যদুনাথ সরকার এর রিভিউ থেকে
সামান্য তুলে দিলাম --

"এই গ্রন্হের সমস্তটারই বিষয়বস্তু  হইতেছে বাংলার লোকদের দৈনন্দিন জীবন,
সমাজ, ধর্মকর্ম,সংস্কৃতি, ধনসম্পদ প্রভৃতি। অর্থাৎ বাঙালী জাতি কী করিয়া ক্রমে
ক্রমে আজিকার বাঙালীতে বিবর্তিত হইয়াছে,
তাহা বুঝিবার চেষ্টা। বাংলার লোকেরা একেবারে আদিতে কেমন ছিল, কখন কোথা
হইতে আসিল,এই ভূখণ্ডের নদনদী-পাহাড়-প্রান্তর-বন-খাল-বিল কালক্রমে
কিরূপে পরিবর্তিত হইল ইত্যাদি সব যুক্তি প্রমাণ দিয়া এবং তলাইয়া বুঝিবার চেষ্টা "।

বাংলার ও বাঙালির জয় হোক।।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭