ওয়ার্ল্ড ইনসাইড

করোনা নয়, এটা চীনা ভাইরাসঃ ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2020


Thumbnail

 

করোনা সংক্রমণ নিয়ে জাতিসংঘে  চীনকে একহাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। এবার পেনসিলভেনিয়ায় নির্বাচনী সভাতে ট্রাম্পের দাবী এটা করোনাভাইরাস নয়, এর নাম চীনা ভাইরাস। করোনাভাইরাস শুনলে তো ইতালির কোনও সুন্দর জায়গার নাম বলে মনে হয়। করোনাভাইরাসের সংক্রমণে নাজেহাল অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে। করোনা সংক্রমনের শুরু থেকে একে  চীনের ষড়যন্ত্র বলে বেজিংকে আক্রমণ করছেন ক্ষুব্ধ ট্রাম্প।

পেনসিলভেনিয়ায় নির্বাচনী সভাতেও একই সুরে চীনকে আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গতবছর পর্যন্ত দারুণ কাটছিল। আর্থিক উন্নয়নে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু প্রচণ্ড বিশ্রীভাবে বিরক্ত করল চীন। ওরা মহামারি ছড়াল। এটা করা উচিত হয়নি। আমি বলি, এটা চীনা ভাইরাস। কোনওভাবেই করোনাভাইরাস নয়। করোনা তো শুনে মনে হয়, ইতালির কোনও নৈসর্গিক জায়গা। এটা করোনা? না, চীনা ভাইরাস। ওরা প্রকাশ করেনি। আপনারা উগ্র বামপন্থীদের চেনেন তো, সব গোপন করে রাখে ওরা।

এর আগে গত আগস্টে রিপালিকান ন্যাশনাল সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন,চীনা ভাইরাসের বিরুদ্ধে এ লড়াইকে আমি ঐতিহাসিক ঘোষণা করতে চলেছি, যাতে বহু প্রাণ বাঁচাতে পারি।

এর আগে গত মার্চে করোনা নিয়ে সরাসরি চীনকে কাঠগড়ায় তুলেছিলেন ট্রাম্প। তিনি মন্তব্য করেছিলেন, করোনাভাইরাস ছড়ানোর সমস্ত দায় চীনের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭