ইনসাইড বাংলাদেশ

বিজয় দিবসের আগেই প্রকাশ হবে রাজাকারের তালিকার একাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/09/2020


Thumbnail

 

রাজাকারদের তালিকার একাংশ প্রকাশ করা হবে বিজয় দিবসের আগেই।   রোববার (২৭ সেপ্টেস্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন এ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক শাজাহান খান।

তিনি জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান বলেন, ১৬ ডিসেম্বরের আগেই রাজাকারদের আংশিক তালিকা প্রকাশ করা হবে। সাত থেকে ১০ দিনের মধ্যে একটি বৈঠক করা হবে। এরই মধ্যে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। আশা করছি ১৬ ডিসেম্বরের মধ্যে আংশিক তালিকা প্রকাশ হবে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

শাজাহান খান জানান, সংসদ সদস্যদের মধ্যে যেসব মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান আছেন, তাদের নিয়ে কাজ করা হবে। এছাড়া যুদ্ধকালীন কমান্ডার এবং উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকেও তথ্য সংগ্রহ করা হবে।

এর আগে রাজাকারদের আংশিক তালিকা প্রকাশ করা হলেও প্রতিবাদের মুখে ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশে সেই তালিকা স্থগিত করা হয়।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭