ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ক শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/09/2020


Thumbnail

লক্ষ্মীপুরে বেসরকারী প্রতিষ্ঠান ইউএসএআইডি মা-মণি’র সহযোগিতায় মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদ কনফারেন্স রুমে জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাজাহান।

জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, সেভ দ্য চিলড্রেন ডেপুটি ডাইরেক্টর সালাহ উদ্দিন, টিম লিডার আসাদুর রহমান ও সমন্বয়কারী আলী হোসেন।

সভায় জেলার মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ের সার্বিক অবস্থা তুলে ধরা হয়। এসময় জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য সেবায় গ্রাম ও চরাঞ্চলে পিছিয়ে পড়া শিশু ও নারীদের বিভিন্ন সহায়তার দাবি জানানো হয়। এছাড়া স্বাস্থ্য সেবা প্রদানে আরো গতিশীল করার জন্য জেলা পরিষদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য সহযোগীতা কামনা করেন বক্তারা।

এসময় মামনি প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭