ইনসাইড পলিটিক্স

প্রধানমন্ত্রী ডেকেছেন স্বাস্থ্যের ডিজিকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/09/2020


Thumbnail

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।  বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এ কারণে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মহিাপরিচালক করোনা পরীক্ষা করান।

২৩ জুলাই ২০২০ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব নেয়ার পর মহাপরিচালক হিসেবে প্রধানমন্ত্রীর সাথে এটাই তার প্রথম সাক্ষাত। ধারণা করা হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা কার্যক্রম এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের আগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কামাল আজাদ বিতর্কের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। তার পদত্যাগের পর নাটকীয়ভাবে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের মাহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

 

অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের চাকরির মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, এই অবস্থায় তার দায়িত্বের মেয়াদ আরো বাড়ানো হবে কি না এসব বিষয় নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে প্রধানমন্ত্রীর সাথে তার এই সাক্ষাত অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭