ইনসাইড বাংলাদেশ

ইবি’র নতুন উপাচার্য শেখ আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/09/2020


Thumbnail

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শেখ আব্দুস সালামকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০’ এর ১০(১) ধারা অনুযায়ী এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ড. শেখ আব্দুস সালাম চার বছরের জন্য এই নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

তিনি অবসরের আগের পদে প্রাপ্ত বেতন-ভাতার সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন তিনি।

নিয়োগ পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ড. শেখ আব্দুস সালাম বাংলা ইনসাইডারকে বলেন, `আমি এখনো কাজে যোগদান করিনি। আজকেই নিয়োগ পেয়েছি। কাল জয়েন করব। আর কাজটাকে আমি দায়িত্ব ও কর্তব্য হিসেবে নেই। সরকার আমার উপর আস্থা রেখেছে, আমি সেই আস্থার মর্যাদা দেওয়ার চেষ্টা করব`।

সেইসাথে তিনি আরও যুক্ত করে বলেন, `আমরা ছাত্র, শিক্ষক ও কর্মচারী সবাই মিলে বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব`।    



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭