ইনসাইড বাংলাদেশ

সীমান্ত হত্যা বন্ধে একমত হয়েছে বাংলাদেশ-ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/09/2020


Thumbnail

 

সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ-ভারত একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।  

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কিছুক্ষণ আগে শেষ হওয়া ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) এক ঘণ্টাব্যাপী ভার্চুয়াল বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, তিস্তাসহ অভিন্ন নদীর পানিবন্টনসহ, নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, ব্যবসা-বাণিজ্য বিষয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনায় দুদেশের জন্য ইতিবাচক ফলাফল এসেছে।

মন্ত্রী আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে দুই দেশের যৌথ সমস্যাগুলো  সমাধান করা হবে। এর মধ্যে দিয়ে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরো সৌহার্দপূর্ণ হবে।

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭