কালার ইনসাইড

রিয়াকে জামিন দিতে অনিচ্ছুক এনসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/09/2020


Thumbnail

মাদক মামলায় রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীর জামিন আবেদন মনজুরের বিরোধিতা করেন এনসিবি। গতকাল বম্বে হাইকোর্টের হলফনামায় এটি নিশ্চিত করে এনসিবি।  

ওই হলফনামায় এনসিবি কাল দাবি করেন, “মাদক সেবন, মাদক পাচার, মাদকের সরবরাহের জন্য অর্থ প্রদান এবং সুশান্ত সিংহ রাজপুতের জন্য মাদকের জোগান ছাড়াও নিজের বাড়িকে মাদকের আস্তানা হিসেবে ব্যবহার করেছেন রিয়া।

তাছাড়া এনসিবি  দাবি, মাদক চক্রেরও সক্রিয় সদস্য রিয়া। সমাজের উচ্চস্তরের ব্যক্তি এবং মাদক পাচারকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে রিয়ার।

গতকাল বম্বে হাইকোর্টে রিয়ার জামিনের শুনানি চলে। যদিও কাল আদালতের তরফে কোনও সিদ্ধান্ত জানান হয়নি। আজকে এই মামলার ফের শুনানি হবার কথা রয়েছে।  

এছাড়া মাদক মামলা সংক্রান্ত বিশেষ আদালত এনডিপিএস রিয়ার জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে ৬ অক্টোবর করে। রিয়ার আইনজীবী রিয়ার জামিনের আবেদন করলে ২৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে বম্বে হাইকোর্ট। যদিও মুম্বইয়ে লাগাতার বৃষ্টির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতি আদালতের ছুটি ঘোষণা করায় তা পিছিয়ে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭