ইনসাইড বাংলাদেশ

কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/09/2020


Thumbnail

 

মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। শেখ সাবাহকে বাংলাদেশের ‘অকৃত্রিম বন্ধু’ উল্লেখ করে বুধবার (৩০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরবর্তী দিন রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো

বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আমিরের রুহের মাগফিরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

কুয়েতের আমির সাবাহ আল আহমদ আল-জাবের আল সাবাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় আবদুল হামিদ ও শেখ হাসিনা বলেন, শেখ সাবাহ ছিলেন মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় অত্যন্ত নিবেদিত প্রাণ বিশ্বনেতা। তিনি ছিলেন বাংলাদেশের ‘প্রকৃত বন্ধু’।

উল্লেখ্য, কুয়েতের আমির শেখ সাবাহ (৯১) চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭