ইনসাইড গ্রাউন্ড

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/10/2020


Thumbnail

নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের সাকিব আল হাসানের। কিন্তু কোয়ারেন্টিন-জটিলতায় শ্রীলঙ্কায় সিরিজ আপাতত না হবার কারণে আজ যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান।   

আজ দিবাগত রাত ৩:৪৫ মিনিটে সাকিবের যুক্তরাষ্ট্রের ফ্লাইট। তবে গত ২৫ দিন  বিকেএসপিতে অনুশীলনে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ না হওয়ায় তিনি আবার শিশিরের কাছে ফিরে যাচ্ছেন।  

উল্লেখ্য, আইসিসি থেকে পাওয়া নিষেধাজ্ঞার একদম শেষপ্রান্তে চলে এসেছেন তিনি। চলতি মাসের ২৯ তারিখে সাজামুক্ত হয়ে যাবেন তিনি।

দর্শকদের আশা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি। এরজন্য গত মাসের শুরুতে (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসেছিলেন সাকিব। সেই লক্ষে ৫ সেপ্টেম্বর থেকে প্রায় এক মাস করেছেন নিবিড় অনুশীলন।

কিন্তু কোয়ারেন্টাইনজনিত ইস্যুতে বাংলাদেশ- শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ায় আবার তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭