ওয়ার্ল্ড ইনসাইড

পুতিন, ম্যাক্রনের নাগর্নো-কারাবাখে যুদ্ধবিরতির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/10/2020


Thumbnail

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রোন নাগর্নো-কারাবাখে আর্মেনিয়ান নৃগোষ্ঠী এবং আজারবাইজানের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। মৃতের সংখ্যা ১০০ অতিক্রম করায় এবং দুই পক্ষ যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে মত দেয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ক্রেমলিন থেকে এক বিবৃতিতে এটি জানানো হয়।

ফ্রান্সের প্রেসিডেন্টের উদ্যোগে হওয়া এক টেলিফোন আলাপে দুই নেতা ইউরোপের দেশগুলোতে নিরপাত্তা ও সহযোগিতার নিমিত্তে ১৯৯২ সালে গঠিত ওএসসিই মিন্সক গ্রুপের ফ্রেমওয়ার্কের আওতায় সহযোগিতার বিষয়ে কথা বলেছেন। দুজনেই মিন্সক গ্রুপের কো-চেয়ার- রাশিয়া, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ সংঘাতের দ্রুত অবসান চান।
১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে আর্মেনিয়ান নৃগোষ্ঠী ও আজারবাইজান কারাবাখ অঞ্চলের দখল নিয়ে সংঘাতে লিপ্ত। এখনও পর্যন্ত কেউই আলাপ-আলোচনার ব্যাপারে সাড়া দেয়নি। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ কারাবাখ থেকে আর্মেনিয় সৈন্য অপসারণ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭