ইনসাইড বাংলাদেশ

এক পলকে সব খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/10/2020


Thumbnail

দেশের খবর

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইউএনও ওয়াহিদা খানম
দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুর ঘোড়াঘটের ইউএনও ওয়াহিদা খানমকে আজ দুপুরে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে যেতে বলা হয়েছে। তার শরীরের অবস্থা আগের থেকে ভালো বলে জানিয়েছে চিকিৎসক।  

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো 
৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে আজ এই ঘোষনা আসে।  

পা হারানো রাসেলকে ২০ লাখ টাকা দেয়ার নির্দেশ
গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে তিন মাসের মধ্যে ২০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট

আজ প্রবীণ দিবস  
১ অক্টোবর আজ বিশ্ব প্রবীণ দিবস। প্রবীণদের ক্লাবে শুকনো খাবার ও চা, পান ও ডায়াবেটিক, প্রেসার মাপার মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিনটি।  

আবরারের মৃত্যু
কিশোর আলোর অনুষ্ঠানে আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে ১৩ অক্টোবর। 

আন্তর্জাতিক

মার্কিন বিতর্কে এগিয়ে জো বাইডেন
যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে জো বাইডেন ও ট্রাম্প প্রথম দিনের বিতর্ক করেছিল কাল। তবে বিতর্কে দর্শকরা এখন পর্যন্ত জো বাইডেনকে এগিয়ে রাখছেন। দর্শকদের মধ্যে ৬০ ভাগই বলছে জো বাইডেন ভালো বিতর্ক করেছেন।   

আর্মেনিয়া ও আজারবাইজানকে রাশিয়ার পরামর্শ 
কিছুদিন ধরেই আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সামরিক সংঘর্ষ চলছে। তবে এইবার আজারবাইজানকে সমর্থন দিয়েছে তুরস্ক, পাকিস্তান ও আফগানিস্তান। অন্যদিকে রাশিয়া দুইদেশকে শান্তি আলোচনা করতে বলছে। আর্মেনিয়া যুদ্ধ চালিয়ে যাবার কথা বলেছে।  

গুগলকে তদন্ত করবে চীন
আমেরিকান কোম্পানি গুগলের বিরুদ্ধে তদন্ত করবে চীন। অন্যান্য অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমকে দমিয়ে রাখছে কিনা সেটি তদন্ত করবে চীন।

খেলাধুলা
শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ না হওয়ায় আজ যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে সাকিব আল হাসান। 
আইপিএলে রাত আট টায় খেলতে নামবে কিংস এলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ানস। 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭