টেক ইনসাইড

অ্যাপলের নতুন চমকঃ ভাঙা স্ক্রিন নিজে থেকেই জোড়া লাগবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/10/2020


Thumbnail

প্রযুক্তি জগতে অত্যন্ত পরিচিত এবং বিশ্বস্ত একটি ব্র্যান্ড অ্যাপল। তারা সবসময় গ্রাহকদের জন্য নিত্য নতুন চমক নিয়ে হাজির হয়।

প্রতি বছর অ্যাপলের তৈরি নতুন সংস্করণের আইফোনের জন্য মুখিয়ে থাকে মোবাইলপ্রেমীরা।

এবার মোবাইলের স্ক্রিন ড্যামেজ সমস্যার সমাধানে অ্যাপল হাজির হচ্ছে আরো এক চমক নিয়ে। 

মোবাইল ব্যবহারের সময় অসাবধানতাবশত বা দুর্ঘটনার কারণে খুব সহজেই ক্ষতিগ্রস্ত হয় মোবাইলের স্ক্রিন। আর তা ঠিক করতে অনেক বেগ পেতে হয় গ্রাহকদের।

সহজেই এই সমস্যার সমাধানে এবার সেই প্রযুক্তি নিয়েই কাজ করছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি।

অ্যাপলের এই নতুন প্রযুক্তিতে থাকতে চলেছে এলাসটোমের। এই বিশেষ প্রযুক্তির সাহায্যে ফোনের স্ক্রিনে থাকা জমে ধুলো সহজেই দূর করা যাবে এবং স্ক্রিন গরম হলে ঠাণ্ডা করাও যাবে।

ইতোমধ্যে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে অ্যাপল ঘড়ির ক্ষেত্রে। এতে ব্যবহার করা হচ্ছে সাফির গ্লাস। এটি গরিলা গ্লাস থেকেও উন্নত। আর এবার অ্যাপল এমন এক প্রযুক্তি আনছে যাতে ভাঙা স্ক্রিন নিজে থেকেই জোড়া লাগবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭