ওয়ার্ল্ড ইনসাইড

শিক্ষার অধিকারের দাবিতে বেলুচ শিক্ষার্থীদের ইসলামাবাদ অভিমুখে যাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2020


Thumbnail

বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয়ে বেলুচ শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি বাতিলের প্রতিবাদে বেলুচ ছাত্র পরিষদ ৪০ দিন আগে আন্দোলন  শুরু করে। এখন তারা মুলতানে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভযাত্রা শুরু করেছে।

বেলুচ ছাত্র পরিষদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গৃহীত সিদ্ধান্ত পরিহার করে বেলুচ শিক্ষার্থীদের জন্য পুনরায় শিক্ষাবৃত্তি বহালের দাবি জানিয়েছে।

তারা দেরা গাজি খান ও রাজনপুরের উপজাতি অধ্যুষিত অঞ্চলের শিক্ষার্থীদের জন্যও বৃত্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুদিন আগে অর্থনৈতিক সংকটের অজুহাতে বেলুচ শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তি বাতিল করে।

শিক্ষার্থীরা এর প্রতিবাদে ৪০ দিন ধরে আন্দোলন করে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেলুচ শিক্ষার্থীদের অন্য বিষয়গুলোর মত এটিতেও কর্ণপাত করছে না।

তাই এখন তারা ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভযাত্রা শুরু করেছে।

শিক্ষার্থীরা জানিয়েছে, তারা তাদের শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করছে। তাদের এরকম একটি বিষয়ের জন্যেও রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে দেখে তারা ভীষণ দুঃখপ্রকাশ করেছে।

বেলুচ ছাত্র পরিষদের সদস্যরা অন্যান্য বেলুচ ছাত্র সংগঠনগুলো থেকে ব্যাপক সহযোগিতা পাচ্ছে।

এ ধরনের বিক্ষোভ বেলুচ শিক্ষার্থীদের প্রতি পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পোষণকৃত মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছে। শিক্ষার মত মৌলিক একটি অধিকার তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া হচ্ছে এবং তারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার পরিবর্তে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হচ্ছে।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭