ওয়ার্ল্ড ইনসাইড

তিব্বতিদের ওপর চীনের দমন-পীড়নে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রঃ পম্পেও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2020


Thumbnail

তিব্বতি সম্প্রদায়ের ওপর দমন-পীড়ন এবং তাদের ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর চীন কড়া বিধিনিষেধ আরোপ করায় মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত বুধবার এ কথা বলেছেন।

স্টেট ডিপার্টমেন্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রমিক ব্যুরোর সহকারী সচিব রবার্ট ডিস্ট্রোকে তিব্বত সংক্রান্ত  বিষয়গুলো দেখভালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ সমন্বয়কারী হিসাবে ঘোষণা করার পরে পম্পেও এই বিবৃতি দিয়েছেন।

তিব্বতি আইনের সাথে সামঞ্জস্য রেখে তিব্বতিদের ধর্মীয়, সাংস্কৃতিক, ভাষিক স্বাতন্ত্র্য রক্ষা এবং তাদের মানবাধিকার নিশ্চিত করতে বিশেষ সমন্বয়কারী ডিস্ট্রো চীন এবং দালাই লামা বা তার প্রতিনিধিদের সাথে আলাপ-আলোচনা চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন।  

পম্পেও আরো বলেন, তিব্বতি শরণার্থীদের মানবিক চাহিদা সমাধানে এবং মালভূমিতে তিব্বতি সম্প্রদায়ের টেকসই অর্থনৈতিক বিকাশ ও পরিবেশ সংরক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্রের নেয়া কর্মসূচিগুলো সফল করার জন্য কাজ করবে ডিস্ট্রো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭