ওয়ার্ল্ড ইনসাইড

বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের পেছনে ভারত, মোদির সমালোচনায় রাহুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2020


Thumbnail

বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ, পাকিস্তানের চেয়েও ভারত পিছিয়ে পড়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন দেশটির কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট গত শুক্রবার ২০২০ সালের যে ‘বিশ্ব ক্ষুধা সূচক’ প্রকাশ করেছে তাতে ২০.৪ স্কোর নিয়ে ১০৭টি দেশের মধ্যে ৭৫তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮ নম্বরে।

আর চলতি বছরে ২৭.২ স্কোর নিয়ে ভারত রয়েছে ৯৮ নম্বরে । পাকিস্তানের অবস্থান ৮৮ নম্বরে।

এ সূচক দেখে রাহুল গান্ধী এক টুইট বার্তায় বলেছেন, ‘ভারতের গরিবেরা ক্ষুধার্ত। কারণ সরকার নিজেদের এবং স্বজনদের পকেট ভারী করছে।’

গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের একেবারে উপরের দিকে রয়েছে চীন, বেলারুশ, ইউক্রেন, তুরস্ক, কিউবা এবং কুয়েতের মতো দেশগুলো। তাদের অবস্থান এক থেকে পাঁচের মধ্যে।

উল্লেখ্য, ২০০০ সালে বাংলাদেশের স্কোর ছিল ৩৬, যা ক্ষুধা সূচকে ‘ভীতিকর’ অবস্থাকে নির্দেশ করে। ২০১০ সালে স্কোর কিছুটা কমে হয় ৩০ দশমিক ৩। অর্থাৎ ক্ষুধা সূচকে বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নতি করে যাচ্ছে।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭