ওয়ার্ল্ড ইনসাইড

আমেরিকায় পেট কেটে সন্তান চুরির দায়ে মৃত্যুদণ্ডের সাজা পেলেন নারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2020


Thumbnail

মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা এক নারীকে হত্যা করে তার পেট কেটে সন্তান চুরির দায়ে অপর এক নারীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। আগামী ৮ ডিসেম্বর শরীরে বিষাক্ত ইঞ্জেকশনের প্রয়োগের মাধ্যমে সেই অপরাধের সাজা দেয়া হবে।

এবিসি নিউজ জানায়, ২০০৪ সালে এক নারীকে খুন করে তার পেট কেটে সন্তান চুরি করেন সাজাপ্রাপ্ত লিসা মন্টগোমরি। এর পরে সেই সন্তানকে নিজের বলে চালানোর চেষ্টা করেন তিনি। এর জের ধরে ২০০৭ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। 

লিসা মানসিকভাবে অসুস্থ বলে আইনজীবীরা মৃত্যুদণ্ড না দেওয়ার আবেদন করলেও আদালত তাতে কর্ণপাত করেনি। হত্যা ও শিশু অপহরণের দায়ে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা হয়।

এর আগে ১৯৫৩ সালে সর্বশেষ কোনো নারীর মৃত্যুদণ্ডের সাজা হয় যুক্তরাষ্ট্রে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭