ইনসাইড পলিটিক্স

এমপি নিক্সনের জামিন আবেদনের শুনানি আজ দুপুরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2020


Thumbnail

নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় আগাম জামিন চেয়ে ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর করা আবেদনের শুনানি হবে। জামিন আবেদনের শুনানি উপলক্ষে নিক্সন চৌধুরী আজ সকালে আদালত প্রাঙ্গণে আসেন।

আজ (২০ অক্টোবর) মঙ্গলবার বেলা দেড়টায় হাইকোর্টে নিক্সন চৌধুরীর করা আবেদনের শুনানি হবে। আজ নিক্সন চৌধুরীর আইনজীবীর আরজির পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এই সময় নির্ধারণ করেন। 

এমপি নিক্সন চৌধুরীর জামিন আবেদনটি গত রোববার হাইকোর্টে জমা দেন তাঁর আইনজীবী শাহদীন মালিক। যা আজ শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

আজ সকালে আদালতের কার্যক্রম শুরু হলে আইনজীবী শাহদীন মালিক বলেন, আবেদনটি কার্যতালিকার ৩৯৮ ক্রমিকে রয়েছে। সামনে এগিয়ে আনার আরজি জানাচ্ছি।পরে আদালত আজ বেলা দুপুর দেড়টায় শুনানির সময় নির্ধারণ করেন।

উল্লেখ্য, এর আগে ফরিদপুরের জেলা প্রশাসক ও চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি দেয়ার বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭