ওয়ার্ল্ড ইনসাইড

সঠিক পদ্ধতিতে কোয়ারেন্টিনের ব্যবস্থা না করায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা: ডব্লিউএইচও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2020


Thumbnail

করোনা মহামারির শুরু থেকে এর বিস্তার রোধে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ১৪ দিন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকার কথা গুরুত্ব দিয়ে বলে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারপরও গত কয়েক দিন ধরে বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে পৃথিবীর বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সন্দেহভাজন আক্রান্তদের কোয়ারেন্টিনে রাখতে না পারার ব্যর্থতার সম্পর্ক রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সংস্থাটির জরুরি পরিস্থিতি বিষয়ক পরিচালক ড. মাইকেল রায়ান বলেছেন, সামর্থ্য থাকলে তিনি প্রতিটি নিশ্চিত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সকলকে সঠিক মেয়াদে কোয়ারেন্টিনে রাখতেন।

তিনি বলেন, কোনো জায়গায়ই এখন পর্যন্ত সঠিক পদ্ধতিতে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়নি। আর এ কারণেই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

উল্লেখ্য, ইউরোপীয় অঞ্চলে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার ৪৮টি সদস্য দেশের মধ্যে অর্ধেকের বেশি দেশে গত এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে প্রায় ৫০ শতাংশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭