ওয়ার্ল্ড ইনসাইড

এবার হিথরো বিমানবন্দরে করা যাবে করোনার পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2020


Thumbnail

 

লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে হংকং ও ইতালিগামী যাত্রীরা চাইলে বিমানবন্দরে করোনা পরীক্ষা করাতে পারবেন। তবে প্রতি পরীক্ষার জন্য যাত্রীদের গুনতে হবে ৮০ পাউন্ড। আর এই পরীক্ষার ফলও পাওয়া যাবে ১ ঘণ্টার মধ্যে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যেসব দেশে পৌঁছানোর পর যাত্রীদের কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট লাগে, তাদের সহায়তা করতেই এই উদ্যোগ। বিভিন্ন দেশ যুক্তরাজ্যকে ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করছে। এর অর্থ, দেশটি থেকে বিদেশগামী ব্যক্তিরা ব্যাপক বিধিনিষেধের মুখে পড়তে পারেন।

জানা গেছে, হংকং কর্তৃপক্ষ লন্ডন থেকে আসা যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখতে চাইছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭