ইনসাইড বাংলাদেশ

ভাঙ্গা ইউএনওর গুলিবর্ষণ: তদন্ত প্রতিবেদন ডিসির কাছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2020


Thumbnail

 

চলতি সপ্তাহে সরকারী বাসভবন থেকে ফাঁকা গুলি ছুঁড়ে আলোচিত হন ফরিদপুরের ভাঙা উপজেলার ইউএনও। আর এই ঘটনায় ইউএনও রকিবুর রহমান খানের গুলি বর্ষণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দীপক কুমার রায়কে আহ্বায়ক করে এক তদন্ত কমিটি গথন করে বলে জানা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে এক সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অবশ্য কমিটি আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ঘটনাস্থলে গিয়ে তদন্তকাজ সম্পূর্ণ করে বিকেলে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দিয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ইউএনও নিজের শটগান পরীক্ষার জন্য ‘টেস্টিং’ গুলি ছুড়ে আইন লঙ্ঘন করেননি। তবে যে সময় তিনি কাজটি করেছেন, সেটি যথাযথ হয়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭