ওয়ার্ল্ড ইনসাইড

গুগলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2020


Thumbnail

আস্থা ভঙ্গের অভিযোগে গত মঙ্গলবার টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছে ট্রাম্প প্রশাসন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গুগল প্রযুক্তিখাতের বাজার ব্যবস্থায় সুষম প্রতিযোগিতা নষ্ট করছে এবং ইন্টারনেটের সার্চ ইঞ্জিন ও বিজ্ঞাপন ব্যবস্থায় নিজেদের একক আধিপত্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য গুগলের বিরুদ্ধে করা এ মামলায় অংশ নিচ্ছে । সেগুলো হল- ফ্লোরিডা, জর্জিয়া, লুইসিয়ানা, মিসিসিপি, আরকানসাস, ইন্ডিয়ানা, কেনটাকি, মিজৌরি, মনটানা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস।

আনুষ্ঠানিক বক্তব্যে গুগল এ মামলাকে ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ বলেছে। তারা বলেছে, অনলাইনভিত্তিক বাজার এখনও প্রতিযোগিতামূলক। আর এক্ষেত্রে গ্রাহকদের স্বার্থকে সবার আগে দেখা হচ্ছে। তাছাড়া মানুষ গুগল নিজেদের পছন্দে ব্যবহার করে, বাধ্য হয়ে কিংবা অন্য কোনও বিকল্প নেই বলে নয়। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭