ইনসাইড পলিটিক্স

কালীগঞ্জের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী, বিএনপির অবস্থান তৃতীয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2020


Thumbnail

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ অলিউল ইসলাম অলি বিজয়ী হয়েছেন। ১২ হাজার ৭৫৪ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: সিরাজ মিয়া চশমা প্রতীকে ৫ হাজার ৯০১ ভোট পেয়েছেন। 

বিএনপির সমর্থিত প্রার্থী মো: রহিম সরকার ধানের শীষ প্রতীকে ৮৬৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এছাড়া বাকি তিন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন মামুন ঘোড়া প্রতীকে ২৩৫ ভোট, মো. মোজাম্মেল হক কাকন মোটরসাইকেল প্রতীকে ১৭৩ ভোট, মো. মুজিবুর রহমান আনারস প্রতীকে ১৪০ ভোট পেয়েছেন।

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ফারিজা নূর বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ অলিউল ইসলাম অলিকে বিজয়ী ঘোষণা করেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭