ইনসাইড ইকোনমি

বঙ্গবন্ধুর নামে দুই বীমা প্রকল্প অনুমোদন দিয়েছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2020


Thumbnail

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দুইটি বীমা প্রকল্প অনুমোদন দিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত আইডিআরএর ১২৮তম কমিশন সভায় দুই সাধারণ বীমা কোম্পানির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয়।

এ বিষয়ে জারিকৃত  প্রজ্ঞাপনে থেকে  জানা গেছে, বঙ্গবন্ধুর নামে অনুমোদন দেয়া দুই প্রকল্পের মধ্যে রয়েছে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ এবং ‘বঙ্গবন্ধু স্পোর্টসম্যান’স কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স’। এর মধ্যে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’র প্রস্তাবক সাধারণ বীমা করপোরেশন। আর ‘বঙ্গবন্ধু স্পোর্টসম্যান’স কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স’র প্রস্তাবক বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স।

বঙ্গবন্ধু সুরক্ষা বীমা শীর্ষক জন বীমা পরিকল্পের বীমা অঙ্ক নির্ধারণ করা হয়েছে দুই লাখ টাকা। আর প্রিমিয়াম হার নির্ধারণ করা হয়েছে ভ্যাট ও স্ট্যাম্প বাদে ১০০ টাকা। বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্ট্রের অনুমতি সাপেক্ষে এই বীমা পরিকল্পের পলিসি ওয়ার্ডিং, প্রপোজাল ফরম, ক্লেইম ফরমসহ অন্যান্য দলিলাদি অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে আইডিআরএ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭