ইনসাইড বাংলাদেশ

যেকোনো সময় ধরা পরবে এসআই আকবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2020


Thumbnail

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক নিহতের ঘটনায় ফাঁড়ির আলোচিত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া দেশেই আছেন তবে যেকোনো মূহুর্তে ধরা পরতে পারেন বলে জানা গেছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একজন উর্ধতন কর্মকর্তা বলেছেন আকবর দেশেই আছেন তাই যেকোনো সময় ধরা পরতে পারে।

আকবর ঘন ঘন অবস্থান পরিবর্তন করার কারণে তাকে টার্গেট করতে সমস্যা হচ্ছে তবে খুব শীঘ্রই সে ধরা পরবে।

উল্লেখ্য, সিলেট নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান উদ্দিনের মৃত্যুর পর তাকে ছিনতাইকারী সাজানোর চেষ্টা করেছিলেন এসআই আকবর। নগরীর কাস্টঘরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে গণপিটুনির কোনো প্রমাণ মেলেনি। এরপর থেকেই এসআই আকবরকে খুজে পাওয়া যাচ্ছে না।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭