ইনসাইড ট্রেড

কেউ কেউ আমার ভালো সহ্য করতে পারে না: হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2020


Thumbnail

হিরো আলমের সিনেমা নিয়ে হলমালিকেরা অনেকেই হতাশার কথা বলছেন। তাঁদের অভিযোগ, ছবিটি দেখতে দর্শক হলে আসছেন না । কিন্তু হিরো আলম তাঁর প্রথম ছবি নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন।

হিরো আলমের দাবি, প্রথম ছবিতেই সফল তিনি। তবে কিছু সমালোচনাকারীর প্রতি মেজাজ খারাপ তার। 
হিরো আলম বলেন, ‘কিছু সমালোচনাকারী বলে বেড়াচ্ছেন, আমার ছবি নাকি চলছে না। কিন্তু আমি তো নিজে অনেক হলে গিয়ে দর্শকের উপস্থিতি দেখতে পাচ্ছি। কিছু হলে দর্শকের উপস্থিতি একেবারেই কম দেখেছি।

তার মানে এই নয় যে হলে একেবারেই দর্শক নেই। আরে ভাই, একেবারেই যদি দর্শকশূন্য থাকত, তাহলে তো এত দিন চলত না আমার সিনেমা। বিশ্বাস করেন ভাই, এই সমালোচনাকারীদের জন্য মেজাজটা খুব খারাপ।’

হিরো আলমের অভিযোগ, শুরু থেকেই তাকে নিয়ে সমালোচনা করে যাচ্ছেন কিছু মানুষ। তিনি বলেন, ‘কেউ কেউ আমার ভালো সহ্য করতে পারে না। আমি সাহস করে সিনেমা বানালাম, আমাকে উৎসাহ না দিয়ে উসকানি দেয়। আমার পেছনে লাগে। কিন্তু আমি পাত্তা দিই না। কারণ, সাধারণ মানুষ আমাকে ভালোবাসেন।’

‘গুটিকয়েক মানুষ আছে, যারা আমার জায়গায় আসতে পারেনি, তারা। আবার কিছু মিডিয়ার লোকজনও আমাকে দেখতে পারে না।

সিনেমার কিছু মানুষ উসকানি দিয়ে আমার পেছনে লাগিয়ে দিয়েছে তাদের। এই উসকানিদাতারা কিছু করেও না, কাউকে কিছু করতেও দেবে না।’

হিরো আলমের দাবি, কারও কারও মনে হিংসা, হিরো আলমের মতো মানুষ সিনেমা বানিয়ে ফেলল, আবার মুক্তিও দিলো! তিনি বলেন, ‘সিনেমার শুটিংয়ের সময় কেউ কেউ বলেছিলেন, আমার ছবি নাকি মুক্তিই পাবে না। পেলেও দর্শক আসবেন না। আমি তাঁদের বলছি, আমার ছবি না চললে তো শনিবারই হল থেকে নেমে যেত।’

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭