ইনসাইড গ্রাউন্ড

রিয়াল মাদ্রিদের বিপক্ষে শাখতারের জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2020


Thumbnail

দুর্দান্ত এক জয়ে গতকাল রাতে ৩-২ গোলে রিয়াল মাদ্রিদকে পরাজিত করল শাখতার।  

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বিরতির আগেই তিন গোলে পিছিয়ে যায় রিয়াল মাদ্রিদ। অধিনায়ক সের্হিও রামোসের অনুপস্থিতিতে প্রথম থেকেই রক্ষণ হয়ে ছিল ভঙ্গুর তার সাথে মাঝমাঠ ও আক্রমণভাগ ছিল ছন্নছাড়া।

ম্যাচের ২৯তম মিনিটে দারুণ এক আক্রমণে এগিয়ে যায় শাখতার। বাঁ দিক থেকে ভিক্তর কোরনিয়েনকো ডিফেন্ডার এদের মিলিতাওকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে আরেক ডিফেন্ডার রাফায়েল ভারানেকেও ফাঁকি দেন। তাকে বাধা দিতে ছুটে এসে পারেননি মার্সেলো; টোকা দিয়ে কোরিয়েনকো বল বাড়ান তেতেকে। নিচু শটে বিনা বাধায় ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার দলকে এগিয়ে নেন।

গোল হজমের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নিজেদের ভুলে দ্বিতীয় গোল খেয়ে বসে রিয়াল। ৩৩তম মিনিটে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে তেতের নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে থিবো কোর্তোয়া ঠেকালেও বল হাতে রাখতে পারেননি। ফিরতি বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো জালে ঠেলে দেন ভারানে।

৪২তম মিনিটে রিয়ালকে হতভম্ব করে দিয়ে স্কোরলাইন ৩-০ করে শাখতার। এই গোলেও মুখ্য ভূমিকা শুরু থেকে দ্যূতি ছড়ানো তেতের। ডি-বক্সের মুখে মার্সেলোকে কোনো সুযোগ না দিয়ে ব্যাকহিলে পাশে বল বাড়ান তিনি। আর ছুটে গিয়ে বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ইসরায়েলের মিডফিল্ডার সলোমন।

দ্বিতীয়ার্ধের রিয়ালের গোল দুটি করেন লুকা মদ্রিচ ও ভিনিসিউস জুনিয়র। ম্যাচের ৫৪তম মিনিটে ব্যবধান কমায় তারা। প্রায় ৩০ গজ দূর থেকে দূরপাল্লার বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন মদ্রিচ।

পাঁচ মিনিট পর প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান আরও কমান ভিনিসিউস। লুকা ইয়োভিচের বদলি নেমে মাত্র ১৪ সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭