ইনসাইড গ্রাউন্ড

সাকিব রাঙাবেন ২০২১ সাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2020


Thumbnail

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ফেরার কথা ছিল অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। সে লক্ষ্যে প্রস্তুতিও শুরু করেছিলেন বিকেএসপিতে। সফরটা স্থগিত হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তাঁর অপেক্ষা একটু বাড়ছে। সব ঠিক থাকলে জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই হয়তো আন্তর্জাতিক আঙিনায় ফিরবেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডার এখন পরিবারের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রে। তাঁর সঙ্গে নিয়মিত কথা হচ্ছে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।

২৯ অক্টোবর থেকে মুক্ত সাকিব আল হাসান। সপ্তাহখানেক পর ‘মুক্তি’র স্বাদ পেতে যাওয়া বাঁহাতি অলরাউন্ডার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন আগামী মাসে দেশের মাঠে অনুষ্ঠেয় পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর আশা, ২০২০ সালের প্রায় পুরোটা ক্রিকেট থেকে দূরে থাকলেও ২০২১ সালটা রাঙাবেন সাকিব।

সাকিবের সর্বশেষ অবস্থা জানিয়ে ডমিঙ্গো আজ সংবাদ সম্মেলনে বললেন, ‘কালও ওর সঙ্গে কথা হয়েছে। ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছে। অন্য খেলোয়াড়ের মতো লম্বা বিরতি থেকে ফিরে সাকিবেরও কিছু ম্যাচ খেলতে হবে। যদি মনে করেন সে এসেই জাদুকরী খেলা উপহার দেবে (সেটা সম্ভব না), তাকে সময় দিতে হবে। এক বছর সে ক্রিকেট খেলে না। তবে খেলতে উন্মুখ। বিশ্বের সেরা অলরাউন্ডার। তবে ফিরতে তার নিজস্ব কিছু উপায় বের করে নিতে হবে।’

লম্বা বিরতি থেকে ফেরা সব সময়ই চ্যালেঞ্জিং। তবে সাকিব যে মানের খেলোয়াড়, দ্যুতি ছড়াতে খুব বেশি সময় লাগবে না বলেই বিশ্বাস বাংলাদেশ কোচের, ‘থ্রো ডাউন কিংবা বোলিং মেশিনের বল খেলা আর চাপের মুহূর্তে ১৪০ কিলোমিটার গতির বল খেলার মধ্যে পার্থক্য আছে। আত্মবিশ্বাস ফিরে পেতে তার একটু সময় লাগবে। আমরা জানি সে কী মানের খেলোয়াড়। আশা করি, বাংলাদেশের হয়ে ২০২১ সালটা দুর্দান্ত কাটাবে সে।’ 

সাকিব ফিরলে নিঃসন্দেহে বাংলাদেশের স্পিন আক্রমণটা ধারালো হবে। দলের স্পিন আক্রমণ নিয়ে তাই আশাবাদী ডমিঙ্গো, ‘তাইজুলকে এখনো কিছু কাজ করতে হবে (অ্যাকশন বদলে ফেলায়)। নাঈম (হাসান) দুর্দান্ত বোলিং করছে। সন্তানের বাবা হওয়া মিরাজ মাত্র ফিরেছে। ফিঙ্গার স্পিনাররাই আসলে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ধারাবাহিক, জানে কী করতে হবে। সাকিব যোগ হলে সমন্বয়টা আরও ভালো হবে। চারজন ভালো মানের ফিঙ্গার স্পিনার থাকলে লাল ও সাদা বলে ধারাবাহিক ভালো করা সম্ভব।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭