ওয়ার্ল্ড ইনসাইড

তাইওয়ানে অস্ত্র বিক্রির খবরে চীনের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2020


Thumbnail

তাইওয়ানের কাছে ১৮০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।  এই খবরে উদ্বেগ বেড়েছে চীনের । তাইওয়ানকে ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক কামানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করবে ওয়াশিংটন।

পেন্টাগন বলছে, চুক্তি অনুযায়ী তিন ধরনের অস্ত্র ব্যবস্থা তাইওয়ানের কাছে বিক্রি করা হবে। এর মধ্যে রয়েছে রকেট লঞ্চার, সেন্সরস ও আর্টিলারি।

অস্ত্র বিক্রির অনুমোদনকে স্বাগত জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানায়, অস্ত্রগুলো তাইওয়ানের প্রতিরক্ষামূলক সক্ষমতা উন্নত করতে সহায়তা করবে। 
তবে মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের ফলে চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকেই। 


চুক্তি অনুযায়ী, টার্গেটে নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইল ১৩৫, যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত থাকতে সক্ষম মোবাইল লাইট রকেট লঞ্চার ও এয়ার রিকনেইস্যান্স পড কিনবে তাইওয়ান।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭